বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গোপনাঙ্গে পেরেকে গেঁথে তালা ঝুলিয়ে দিল স্বামী

Published on: May 21, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERNET – অন্য কেউ যাতে স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করতে না পারে,তাই স্ত্রীর যৌনাঙ্গ চিড়ে, তাতে পেরেকে গেঁথে, তালা ঝুলিয়ে দিলেন স্বামী! মহারাষ্ট্রের পিম্পরি-চিন্চওয়াদে এই ঘটনাটি ঘটেছে। নেপালী এক যুবক  স্ত্রীর উপরে এমন পৌশাচিক অত্যাচার করেছে। শুধুমাত্র সন্দেহের বশে বছর তিরিশের যুবক এই কাজ করে।২৮ বছরের ওই গৃহবধূর অবস্থা সঙ্কটজনক।

ওয়াচম্যানের কাজ,রাতে বাড়িতে না থাকায় স্ত্রীর অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে যুবকের সন্দেহ ছিল।স্বামী-স্ত্রীর বচসা, হাত-পা বেঁধে অভিযুক্ত যুবক প্রথমে ব্লেড দিয়ে স্ত্রীর গোপনাঙ্গে দুটি ফুটো করে। এর মধ্যে ঢুকিয়ে দেয় লোহার পেরেক। এর উপরে তালা ঝুলিয়ে লক করে দেয়।যন্ত্রণায় কাতরাচ্ছে স্ত্রী,গোটা ঘর রক্তে ভাসছে,মারধর, যৌন নির্যাতন চালিয়ে যায় যুবক।প্রতিবেশীরা যুবতীকে হাসপাতালে নিয়ে যান।বর্তমানে চিকিৎসাধীন গৃহবধূ ।

Join Telegram

Join Now