বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বিশ্বকাপে প্রথম অঘটন,হেরে গেলো আর্জেন্টিনা

Published on: November 22, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

হয়ে গেলো ফিফা বিশ্বকাপ ২০২২ এ গ্রুপ সি এর আর্জেন্টিনা এবং সৌদি আরবের খেলা। কাতারের মিসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ খেলতে নামে মেশির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ।এটাই মেসির শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে প্রতিযোগিতায় নেমেছে। বিশ্বকাপ পাওয়ার ব্যাপারে অনেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে ,কিন্তু প্রথম খেলাতেই তুলনায় সহজতম প্রতিপক্ষ সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেল আর্জেন্টিনা ।

সাথে সাথে ২০২২ এর ফিফা বিশ্বকাপে প্রথম অঘটন ঘটে গেল ।খেলার শুরুতে দশ মিনিটের মাথায় পেনাল্টি পায় আর্জেন্টিনা সেখানে মেসি গোল করে দলকে এক গোলে এগিয়ে দেয়। ৪৮ মিনিট মাথায় সৌদি আরব SHEHRI ও ৫৩ মিনিটে DAWSARI গোল করে। খেলায় দুটি গোল আর্জেন্টিনা করলেও তা অফসাইডের জন্য বাতিল হয়ে যায় ।গোটা খেলায় ৭০ শতাংশ বল আর্জেন্টিনা প্লেয়ারদের দখলে ছিল ।১৫ টি তারা গোলো শর্ট করেছিল।

অসাধারণ গোলকিপিং এর নমুনা দেয় না সৌদি আরবের গোলকিপার ।মোট ৫৯৫ টি পাস খেলে আর্জেন্টিনা।৬টি হলুদ কার্ড দেখে সৌদি আরবের প্লেয়াররা। এই খেলায় চূড়ান্ত ব্যর্থ আর্জেন্টিনার স্টারেরা। সৌদি আরবের গোলকিপার মোঃ আল ওয়াসি অসাধারণ গোলকিপিং এর নমুনা প্রদর্শন করেন ।

Join Telegram

Join Now