ডাম্পার ড্রাইভার ও খালাসি কে বেধড়ক মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ডাম্পার ড্রাইভার ও খালাসি কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো ইলামবাজার থানার পুলিশের বিরুদ্ধে
ডাম্পার ড্রাইভার ও খালাসি কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো ইলামবাজার থানার পুলিশের বিরুদ্ধে।। আহত খালাসি কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধিন।। ঘটনার প্রতিবাদে সিউড়ি – বোলপুর রাস্তায় পাড়ুই এ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসির।। ঘটনাস্থলে পুলিশ।।অভিযোগ, বীরভূমে ইলামাজার চেক পোস্টের কাছে দিপু নামে এক ডাক মাস্টার ডাক চালায়।। বিভিন্ন গাড়ি থেকে টাকা পয়সা তোলে। সেখানে টাকা না দিলেই পুলিশ ধরে গাড়ি।। ডাক মাস্টার বলা হয় পুলিশের হয়ে যারা গাড়ি থেকে টাকা তোলে।।
গতকাল রাত্রে বীরভূমের পাড়ুই এলাকার বাসিন্দা ডাম্পারের খালাসি সেখ নুরু ও ড্রাইভার ইসমাইল।। দুজন ডাম্পার নিয়ে আসছিলো, এরপরই ডাক মাস্টার টাকা চাইলে তারা দেইনি।। এরপরই গাড়িটি ধরে পুলিশে।। মারধর করা হয় বলে অভিযোগ।। আর এই মারধরের কারনে গুরুত্বর আহত হয় খালাসি সেখ নুরু।। তার চোখে গুরুত্বর আঘাত লাগে।। তাকে পরে কলকাতা নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।।অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে সিউড়ি বোলপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে পাড়ুই এলাকার বাসিন্দারা ।।
তারা ইলামবাজার থানার পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার আর্জি জানাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পরিমান পুলিশ বাহিনী।। সমস্যায় সাধারণ মানুষ।।বীরভূমের ইলামবাজারে তোলা না দেওয়াই লরির চালক ও খালাসিকে মারধরের ঘটনায় কর্তব্যরত অফিসার বিশ্বজিৎ মালকে ক্লোজ করেছে। এছাড়াও ডিপার্টমেন্টাল তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে জানালেন বীরভূমের জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী।