স্কুল খোলার সিদ্ধান্তে ফের স্থগিতাদেশ
অষ্টম শ্রেণি থেকে বারো ক্লাস পর্যন্ত কাল থেকে তেলঙ্গানায় স্কুলে পড়াশোনা ফের চালু হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশ, শারীরিক ভাবে ক্লাসে হাজিরা দিতে পড়ুয়াদের বাধ্য করা যাবে না। যারা লাইভ ক্লাস করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না কর্তৃপক্ষ।
হাইকোর্ট আরও বলেছে, সরকারি বা বেসরকারি, কোনও স্কুলেরই কেজি থেকে বারো ক্লাসের পড়ুয়াদের ১ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস করতে যেন বাধ্য করা না হয়। তবে ৪ অক্টোবর থেকে রাজ্যব্যাপী স্কুল পুনরায় খোলার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে, বিস্তারিত জানিয়ে রিপোর্ট দিতে বলে হয়েছে রাজ্য সরকারকে। কেসিআর সরকারকে অফলাইনে ক্লাস না করানো শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বারণ করেছে হাইকোর্ট।
অফলাইনে ফের পড়ানো শুরু করবে না অনলাইন ক্লাস চালিয়ে যাবে, তা স্থির করার ভার স্কুল কর্তৃপক্ষকেই দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ নাগাদ শিক্ষা দপ্তরকে গাইডলাইন জারির নির্দেশ দিয়েছে আদালত। বলেছে, সরাসরি পড়ানোর ব্যাপারে স্কুলগুলিকে গাইডলাইন বেঁধে দিতে হবে। গুরুকুল, শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলও খুলতে বারণ করেছে হাইকোর্ট।