একাধিক ক্রিকেটারের অবসর নেওয়ার সময় হয়েছে

রোহিত, অশ্বিন এবং কার্তিকের বয়স এখন যথাক্রমে ৩৫, ৩৬ এবং ৩৭

১০ উইকেটে হার মানতে পারছেন না সুনীল গাওস্কর।দলের একাধিক ক্রিকেটারের অবসর নেওয়ার সময় হয়েছে বলে মনে করেন তিনি।পরবর্তী টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসাবে নিজের পছন্দের কথাও জানিয়েছেন গাওস্কর।সেমিফাইনালের মতো ম্যাচে ভারতীয় দলের খেলায় হতাশ তিনি। ”ভারতীয় দলে একাধিক ক্রিকেটার এখন মধ্য ৩০-এ। মনে হয় না আগামী দিনে ওদের আর জাতীয় দলের জন্য ভাবা হবে।” রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং দীনেশ কার্তিকের ভবিষ্যতে টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।

টি-টোয়েন্টি দলে কে নেতৃত্ব দেবেন? গাওস্কর বলেছেন, ”প্রথম বার নেতৃত্বের দায়িত্ব পেয়েই দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছে হার্দিক পাণ্ড্য। ওকে পরবর্তী অধিনায়ক হিসাবে বেছে নেওয়া যেতেই পারে। আমার মনে হয় ভবিষ্যতে হার্দিককেই অধিনায়ক করা উচিত। জানি না, হয়তো কয়েক জন অবসর নেবে। ক্রিকেটাররা হয়তো চিন্তাভাবনাও শুরু করে দেবে।”

রোহিত ছ’টি ম্যাচ খেলে করেছেন ১১৬ রান। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২৮ বলে ২৭ রান। অশ্বিন ছ’টি ম্যাচে ৬ উইকেট নিয়েছেন ওভার প্রতি ৮.১৫ রান দিয়ে। তাঁদের পারফরম্যান্স নিয়েও তাই উঠছে প্রশ্ন।কোচ রাহুল দ্রাবিড় সিনিয়র ক্রিকেটারদের অবসর প্রসঙ্গে বলেছিলেন, ”এখনই এটা নিয়ে বলা উচিত হবে না। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’বছর সময় আছে। এমন একটা ম্যাচের শেষে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *