বর্ধমান পৌরসভার স্থাপন করা বিপ্লবীর মূর্তিতে জন্মতারিখ ভুল

প্রতিবাদে সরব বাম যুব সংগঠন।তার প্রতিবাদ জানিয়ে এদিন তারা জেলাশাসকের অফিসে অবস্থান বিক্ষোভ দেখান

প্রতিবাদে সরব বাম যুব সংগঠন।তার প্রতিবাদ জানিয়ে এদিন তারা জেলাশাসকের অফিসে অবস্থান বিক্ষোভ দেখান।অগ্নিযুগের বীর বিপ্লবীর জন্মদিন নিয়ে চরম বিভ্রান্তি । তাও আবার পৌরসভার স্থাপন করা আবক্ষ মূর্তিতে । যা নিয়ে তুমুল বিতর্ক ও প্রতিবাদ সোশাল মিডিয়ায় । প্রতিবাদে সরব হল বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বৃহস্পতিবার মূর্তির সামনে সভা করেন তারা।  বর্ধমান পৌরসভার পক্ষ থেকে ২০২১ এর ৯ ই অক্টোবর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এর আবক্ষ মূর্তি স্থাপন করা হয় ।

 

ওইদিনি ঢাক ঢোল পিটিয়ে ঘটা করে আবক্ষ মূর্তির উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা । সভাপতিত্ব করেন তৎকালীন বর্ধমান পৌরসভার পৌরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায় । নামফলকে নাম ও লেখা রয়েছে বড় বড় অক্ষরে । অথচ মূল জায়গাতেই ভুল ! বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এর জন্ম তারিখ লেখা হয়েছে ০৫ / ০৯  / ১৯১১ । অথচ আসল তথ্য হল বিপ্লবীর জন্মদিন ০৫ / ০৫ / ১৯১১ ! এতবড় ভুল অথচ সেটাই উদ্বোধন করে দিলেন জেলাশাসক এই বিষয়ে জেলাশাসকের কাছে প্রশ্ন করলে তিনি কিছু বলতে চাননি ।পাশাপাশি এই বিষয় নিয়ে  বর্ধমান পৌরসভার নবনির্মিত চেয়‍্যারমেন পরেশ চন্দ্র সরকারকে প্রশ্ন করা হলে তিনিও এই বিষয় নিয়ে এরিয়ে জান।

 

গত অক্টোবর থেকে জন্ম তারিখ পর্যন্ত পরিবর্তন করার কেউ প্রয়োজন অনুভব করলেন না । যা নিয়ে সরব হল বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্যরা । বর্ধমান শহরের রাধানগর পাড়াতে স্থাপন করা হয়েছে এই আবক্ষ মূর্তি ।কেন এত উদাসীনতা ? এর নাম কি শ্রদ্ধাজ্ঞাপন ? নাকি সবটাই লোকদেখানো রাজনীতিকরণ বলে তোপ দেগেছেন বাম যুব সংগঠনের নেতারা । বিপ্লবীর জন্মদিনের দিন এই বিভ্রান্তি র প্রতিবাদে সভাও করলেন বাম যুবরা । ধিক্কার জানালেন এ ধরনের উদাসীনতাকে ।

 

 

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি চন্দন ভট্টাচার্য জানিয়েছেন , একজন আইএএস অফিসার তিনি ভুল থাকা সত্ত্বেও কিভাবে উদ্বোধন করলেন ? এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তিনি ।এদিন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক এর দপ্তরের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ পাশাপাশি ডেপুটেশন জমা দেওয়া হয় জেলাশাসককে।পাপাই সরকারের রিপোর্ট তারা নিউজ পূর্ব বর্ধমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *