ঘোষণা হলো আন্তর্জাতিক কলকাতা বইমেলার নির্ঘণ্ট

বইপ্রেমীদের জন্য সুখবর আনল রাজ্য সরকার। ঘোষণা করে দিল ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International kolkata Book Fair 2022) নির্ঘণ্ট। নতুন বছরে রাজ্য সরকারের তরফে বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য উপহারের ঘোষণা। আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের পাশাপাশি জানুয়ারিতেই হবে বইমেলা।৩১ জানুয়ারি থেকে শুরু হবে বইমেলা। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত, করোনার কারণে ২০২১ সালে আয়োজিত হয়নি আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

অনেক বইপ্রেমীদের মুখ থেকে হাসি হারিয়ে গিয়েছিল, এবার সেই হাসিই ফিরিয়ে দিল রাজ্য সরকার। প্রতিবছর বইমেলার দিকে তাকিয়ে থাকেন বই প্রেমীরা। অনেকেই সারা বছর সঞ্চয় করেন বই কেনার জন্য। এই কয়দিনের দিকে তাকিয়ে থাকেন প্ৰকাশকরাও। করোনার কারণে এবছরে বইমেলা হয়নি। তাই ২০২১ সালের বইমেলার থিমই বজায় রইল ২০২২ সালের বইমেলায়। এবারের বইমেলার থিম ‘বাংলাদেশ’।

প্রতিবছরই কোনও না কোনও দেশ বা জায়গার আধারে সেজে ওঠে বইমেলা। তবে করোনার মধ্যে কিভাবে বইমেলা আয়োজিত করা হবে সেই সম্পর্কে এখনই কোনও গাইডলাইন দেয়নি রাজ্য। পাশাপাশি, জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভেল। আগামী ৭ জানুয়ারি থেকে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এছাড়াও এপ্রিল মাসে রাজ্যে আয়োজিত হবে বিশ্ব বাংলা শিল্প সম্মেলন। সবমিলিয়ে ফের করোনার ধাক্কা সামলে ছন্দে ফিরছে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *