ব্যাটে যেন আগুন

ব্যাটে যেন আগুন ঝরছে তিন ফরম্যাটেই।অপ্রতিরোধ্য ফর্ম ধরে রাখলেন শুভমান গিল।বর্ডার গাভাসকার ট্রফিতে সুযোগ পেয়েই নিজের দ্বিতীয় টেস্ট শতরান করে গেলেন আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২০২৩-এই পাঁচ শতরান তাঁর নামের পাশে। ১৪ ম্যাচে ৮৯৭ রান। গড় ৭৪.৭৫।ওয়ানডেতে তিনটে সেঞ্চুরি। ২০২৩-এ টেস্ট এবং টি২০’তে একটি শতরান করে ফেললেন।