আবারো গলসির একটি রাইস মিলে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন চাষিরা
পূর্ব বর্ধমান :- আবারো গলসির একটি রাইস মিলে গিয়ে ক্ষোভে ফেটে পরলেন গলসি পারাজ ও শিড়রাই অঞ্চলের চাষিরা। এদিন বেলা বারোটা নাগাদ এলাকার বেশকিছু চাষি ভদ্রেশ্বর কর্তৃপক্ষের কাছে ক্ষোভে ফেটে পরেন। কথা চলাকালীন সময় বিক্ষুব্ধ চাষিরা মিলের ভিতরে থাকা ধানের গাড়ি বের করে দিতে উদ্দত হয়। অবশেষে সমাধানের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে আসেন চাষিরা। চাষিদের … Read more