তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনের  মূল প্রবেশ পথকে আটকে বিক্ষোভ শুরু করে।

বাঁকুড়া জেলার শ্রেষ্ঠ শিল্প অঞ্চল বলতে মেজিয়া শিল্পাঞ্চল কে ধরা হয়।  এখানেই অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশনের মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন এর মেজিয়া থার্মল  পাওয়ার স্টেশনের  কাজের সাথে বিভিন্ন দপ্তরে  এলাকার বহু মানুষ কাজ করছেন। ভেতরের বনভূমি রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যায়ন  জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন এবং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট এর যৌথ উদ্যোগে তিনশোরও … Read more