কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কদর কমছে শুভেন্দুর
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের ৯বছর পূর্ণ।মোদি সরকারের ৯ বছরের কার্যকলাপ, দেশের উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও আমজনতার উন্নয়ন নিয়ে বাংলার বুকে ১ হাজার সভা করতে হবে জুন, জুলাই ও অগস্ট মাসের মধ্যে কেন্দ্র সরকারের নির্দেশ।সেই সভাগুলির প্রধান মুখ কারা দিল্লি থেকেই বঙ্গ বিজেপিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল।বিজেপি নেতৃত্ব সেই তালিকাতে দেখা যাচ্ছে,বড়সড় ধাক্কা খেয়েছেন রাজ্যের … Read more