কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কদর কমছে শুভেন্দুর

রুটিন করে পিসি-ভাইপোকে আক্রমণ করেন বলে অভিযোগ।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের ৯বছর পূর্ণ।মোদি সরকারের ৯ বছরের কার্যকলাপ, দেশের উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও আমজনতার উন্নয়ন নিয়ে বাংলার বুকে ১ হাজার সভা করতে হবে জুন, জুলাই ও অগস্ট মাসের মধ্যে কেন্দ্র সরকারের নির্দেশ।সেই সভাগুলির প্রধান মুখ কারা দিল্লি থেকেই বঙ্গ বিজেপিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল।বিজেপি নেতৃত্ব সেই তালিকাতে দেখা যাচ্ছে,বড়সড় ধাক্কা খেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।তুলনায় দলের কাছে গুরুত্ব ও কদর বেড়েছে বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের।

১৩০৯ মণ্ডলের মধ্যে ১ হাজারটিতে একটি করে সভা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।দল ঠিক করেছে, প্রথম পর্বে বিধানসভা পিছু ১টি করে সভা হবে জুন মাসে।সেই সভার তালিকাই দেখা যাচ্ছে, ৬৯টি সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্তের অর্ধেকেরও কম ২৩টি সভা। আর দিলীপ মাত্র ১০টি সভা।তালিকা চূড়ান্ত নয়, তবে সব থেকে বেশি সভা করবেন সুকান্তই।বঙ্গ বিজেপির প্রধান ৩ মুখ শুভেন্দু, সুকান্ত ও দিলীপ।

ধারেভারে রাজনীতির শুভেন্দুই সব থেকে বেশি এগিয়ে। তারপর দিলীপ। শেষে সুকান্ত।কেন কদর কমছে শুভেন্দুর?দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দুর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ গিয়েছে।অভিযোগ প্রতিটি সভায় নিজেকে বেশি করে তুলে ধরছেন শুভেন্দু।তৃণমূলের বিরুদ্ধে লড়াই সেটা একা তাঁর লড়াই।আর কেউ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন না।তাঁর সভায় ঠাঁই মেলে না কেন্দ্র সরকারের সাফল্যের কথা,রুটিন করে পিসি-ভাইপোকে আক্রমণ করেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *