জুয়ার আসর এবং মদের ঠেক বন্ধ করার দাবি নিয়ে পথ অবরোধ
জুয়ার আসর এবং মদের ঠেক বন্ধ করার দাবি নিয়ে পথ অবরোধ জাবরামালিতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর নাগাদ এই অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি বিগত বহু দিন ধরে জাবরামালিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে জুয়ার আসর চলছে, আনাচে কানাচে মদের ঠেক ও চলছে। এর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেই নি বলেই অভিযোগ । অন্যথায়, এদিন দুপুরবেলা … Read more