বর্ধমানের রমনাবাগানের চারটি পাখিকে দত্তক নিলেন পক্ষীপ্রেমিরা

অভিনব উদ্যোগ! বর্ধমানের (Bardhaman) রমনাবাগান জুয়োলজিক্যাল পার্কে (ramnabagan zoo) চারটি পাখিকে দত্তক নিলেন পক্ষীপ্রেমীরা। পক্ষীপ্রেমীরা চারটি পাখির যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার বন আধিকারিক নিশা গোস্বামী দত্তক নেওয়ার শংসাপত্র তুলে দেন পক্ষীপ্রেমীদের হাতে।পাখিগুলির মধ্যে রয়েছে দুটি ময়ূর, একটি এমু ও একটি প্যারাকিট টিয়া। পাখিগুলির দায়িত্ব নিয়েছেন বর্ধমানের বাসিন্দা রোশনী ভট্টাচার্য, তাঁর … Read more