সিভিক ভলান্টিয়াররা এবার কনস্টেবল পদে

পঞ্চায়েত ভোট সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) পদোন্নতির ব্যাপারে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাল কাজ করলে তাঁদের কনস্টেবল হিসাবে পাকা চাকরি দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা খতিয়ে দেখুক স্বরাষ্ট্র দফতর।যে ইঙ্গিত সোমবার মমতা দিয়েছেন, তা প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে অর্থবহ বলে মনে করা হচ্ছে।কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার রয়েছে পশ্চিমবঙ্গে। শুভেন্দু অধিকারী একুশের ভোটের আগে … Read more

সিভিক ভলেন্টিয়ার্স দের দায়িত্ব ঠিক কি ? দেখে নিন

মূলত যান শাসন ও মেলা-পার্বণে ভিড় সামলানোই রাজ্যের সিভিক ভলেন্টিযারদের কাজ। সংশ্লিষ্ট থানার অন্তর্গত এলাকার বাসিন্দেরই সিভিক পুলিশ হিসাবে নিয়োগ করা হয়। ২০ থেকে ৩০ বছরের যুবকরা সিভিক পুলিশ পদের জন্য আবেদন করতে পারেন। ২০১৪ সালে সিভিক পুলিশ নিয়োগের সময়েই বলা হেয়েছিল জেলা স্তরে কমিটি তৈরি করে সিভিক পুলিশ ভলান্টিয়ার্স বাছাই করতে হবে।শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক … Read more

সিভিক ভলেন্টিয়ার ও এক ব‍্যাবসায়ীর সহযোগীতায় বাচ্চাকে ফিরে পেলো মা

তৃতীয়ার রাতে বর্ধমান শহরের জনবহুল পারবিহাটা এলাকায় এক মহিলা তার বাচ্চা ছেলেটি কোল থেকে হাড়িয়ে গিয়েছিলো। কনোরকম বাচ্চা ছেলেটিকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পরেছিলো মহিলা‌।শেষমেষ বিরহাটা এলাকায় স্থানীয় এক ব‍্যাবসায়ী বাচ্চাটিকে দেখতে পায় বাচ্চা ছেলেটে ঘোড়াঘোড়ি করছে। ওই রাস্তার উপর দিয়ে সবসময় অসংখ‍্য গাড়ি ঘোড়া যাতায়াত করছে যেকনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে এই … Read more