জল ট্যাংকের কাজের পরিদর্শনে পৌর প্রশাসক
কয়েক বছর ধরেই বর্ধমান শহরের সাতটি কেন্দ্রে জল ট্যাংকের কাজ হয়েছে ,এখনো পর্যন্ত মানুষের দুয়ারে পৌঁছায়নি পানীয় জল, নতুন দায়িত্ব পাওয়া পৌরসভা প্রশাসক হিসেবে প্রণব চ্যাটার্জী ,ও উপপৌর প্রশাসক আইনুল হকসাহেবের তৎপরতায় খুব শিগগিরই মানুষের দূরে পৌঁছে যাবে পানীয় জল, বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় আনুষ্ঠানিকভাবে না হলেও 25 নম্বর ওয়ার্ড জল ট্যাঙ্ক এলাকায় বৈদ্যুতিক গেং তুলে ট্রায়াল … Read more