বিরসা মুণ্ডাকে সাক্ষী রেখে আর একবার উলগুলানের দরকার আছে বললেন শুভেন্দু অধিকারী

‘জঙ্গল মহল সহ রাজ্যের বেকারদের চাকরীর জন্য ভগবান বিরসা মুণ্ডাকে সাক্ষী রেখে আর একবার উলগুলানের দরকার আছে’। মঙ্গলবার বাঁকুড়ার রাইপুর ট্যাক্সি স্ট্যাণ্ডে দলীয় এক সভায় বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি তাঁর বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে স্বভাবসিদ্ধভঙ্গিতে আক্রমণ করেন। তিনি বলেন, নন্দীগ্রামে আমি কম্পাটম্যান্টাল করে দিয়েছি। তাতে ভীষণ জ্বালা। মুখ্যমন্ত্রীর জঙ্গল মহল … Read more