শ্রদ্ধা জানাতে থাকবে না ফুল-মালা,SSKM-এ হবে দেহদান There will be no garlands to pay homage, there will be body donation in SSKM
পরিচালক তরুণ মজুমদার চেয়েছিলেন তাঁর চলে যাওয়ায় যেন কেন আড়ম্বর না হয়। গবেষণার স্বার্থে এসএসকেএম হাসপাতালে পরিচালকের নশ্বর দেহ দান করা হচ্ছে।তাঁর ইচ্ছে মতোই সমস্ত পরিকল্পনা করেছে পরিচালকের পরিবারের লোকজন এবং অনুরাগীরা। অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী বলেন, যাঁরা ওনার সঙ্গে কাজ করেছেন তাঁরা ভাগ্যবান। তাঁরা অনেক কিছু শিখেছেন। প্রয়াত তরুণ মজুমদারের দেহ গবেষণার স্বার্থে … Read more