বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মৃত্যুমুখ থেকে ফিরে আসা নায়ক আবারও লিখছেন নতুন গল্প

Published on: August 23, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভাঙা পা কি সত্যিই মাঠে ফেরার অনুমতি দেবে পন্থকে?

প্লাস্টার খোলার পর প্রথম প্রতিক্রিয়া—কী বললেন ভারতীয় তারকা?

অতীতের ভয়ংকর দুর্ঘটনা মনে করিয়ে দিলেন কেন পন্থ?

কবে ফিরবেন মাঠে? উত্তর এড়িয়ে গেলেন উইকেটকিপার ব্যাটার!

মৃত্যুমুখ থেকে ফিরে আসা নায়ক আবারও লিখছেন নতুন গল্প?

ভাঙা পা কি আবার ক্রিকেট মাঠে ফিরতে দেবে ঋষভ পন্থকে? এটাই এখন কোটি ক্রিকেটপ্রেমীর প্রশ্ন। ইংল্যান্ডের মাটিতে টেস্ট চলাকালীন ভয়ংকর চোট পাওয়ার পর থেকেই তাঁকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ, কবে ফিরবেন ভারতের উইকেটকিপার ব্যাটার। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেই সেই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন পন্থ। কারণ ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পায়ে আর প্লাস্টার নেই। বিশেষ ধরনের একটি বর্ম পরে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “অন্তত প্লাস্টার খোলা হয়েছে। কিছুটা ইতিবাচক খবর।”

Read more- ট্রফি না বাগদান- কোন স্বপ্নকে আগে ছোঁবেন জবি?

এই বার্তাই ভরসা জোগাচ্ছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। চোট গুরুতর হলেও, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পন্থ। তবে তিনি কবে আবার মাঠে ফিরতে পারবেন, তা এখনও রহস্যই রেখে দিলেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেই ঘটে গিয়েছিল দুর্ঘটনা। ক্রিস ওকসের ডেলিভারিতে পায়ে ধাক্কা লাগে পন্থের, যার ফলে হাড়ে চিড় ধরে। ব্যথা নিয়েই তিনি সেই টেস্টে ব্যাট করতে নামেন, কিন্তু পরের ম্যাচে নামতে পারেননি। এত বড় ধাক্কা সামলেও তাঁর লড়াই দেখে মুগ্ধ হয়েছিল ক্রিকেটবিশ্ব। তবে এ বার তিনি নিজেই জানালেন, চোট যতই বড় হোক, তার যন্ত্রণা কখনও কমে না। বরং আগের অভিজ্ঞতা মানুষকে আরও শক্ত করে তোলে।

Read more – কোলেস্টেরলের জন্য অত্যন্ত ভাল রসুন

পন্থ লিখেছেন, “অতীতে যত বড় চোটই সামলান না কেন, নতুন করে চোট পেলে সেই ব্যথা একই থাকে। তবে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। কীভাবে সুস্থ হতে হবে, সেই পথটা তখন জানা থাকে।” তাঁর এই লেখার মধ্য দিয়েই ভেসে এল তিন বছর আগের দুঃস্বপ্নের স্মৃতি।

২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় প্রাণে বাঁচলেও গুরুতর চোট পান পন্থ। হাঁটুতে জোড়া অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় বিশেষজ্ঞরাই বলেছিলেন, হয়তো তিনি আর কখনও মাঠে ফিরতে পারবেন না। কিন্তু মাত্র ১৪ মাসের মধ্যে নিজেকে তৈরি করে আবার মাঠে নামেন। সেই অভিজ্ঞতাই আজ নতুন করে তাঁকে শক্তি দিচ্ছে।

পন্থ জানেন, মৃত্যুমুখ থেকে ফিরে আসা মানুষকে অন্য রকম আত্মবিশ্বাসী করে তোলে। তাই আবারও তিনি দৃঢ় প্রতিজ্ঞ। লিখেছেন, “ইতিবাচক থাকাটা জরুরি। আত্মবিশ্বাস রাখতে হবে। এক বার মৃত্যুমুখ থেকে ফিরে আসার পর মনোবল আরও বেড়ে যায়।”

তবে একটি প্রশ্ন এখনও উত্তরহীন—কবে আবার ভারতীয় জার্সি গায়ে নামতে পারবেন তিনি? ভক্তদের কৌতূহলও সেখানেই। পায়ের প্লাস্টার খোলা মানে সুস্থ হওয়ার পথে এগোচ্ছেন, কিন্তু পূর্ণ ফিটনেস পেতে তাঁকে এখনও কয়েক মাস লড়াই চালাতে হবে।

ভারতের ব্যস্ত ক্রিকেট ক্যালেন্ডারে সামনে আছে বড় বড় টুর্নামেন্ট। সেখানে পন্থকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়েই এখন তৈরি হয়েছে জল্পনা। তবে একটি বিষয় নিশ্চিত—এক বার মৃত্যুমুখ থেকে ফিরে আসা এই লড়াকু ক্রিকেটার ফের এক বার অসম্ভবকে সম্ভব করতে চাইছেন। আর তাঁর ইনস্টাগ্রাম বার্তা যেন গোটা ক্রিকেটবিশ্বকে আশা জাগাচ্ছে, “অতীতের মতো এ বারও আমি ফিরব।”

https://www.facebook.com/share/v/1A6dYFMuBt

Join Telegram

Join Now