আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

“সানি অনবদ্য- সত্‍মা ড্রিম গার্লের কথায়

Published on: August 21, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

‘গদর ২’ ছবির বক্স অফিসের আয় ৪০০ কোটি প্রায় ছুঁইছুঁই।সানি বেশ কয়েক বছর দূরেই ছিলেন বড় পর্দা থেকে।প্রত্যাবর্তনেই নজির গড়েছেন সানি। খান থেকে শুরু করে কুমারদের  রীতিমতো টেক্কা দিয়েছেন।দর্শকরা সানির প্রশংসায় পঞ্চমুখ।সত্‍মা হেমা মালিনী সানিকে নিয়ে মন্তব্য করেন।বললেন “সানি অনবদ্য।সত্‍মায়ের কাছ থেকে এমন প্রশংসা শুনে পাল্টা প্রতিক্রিয়া দিলেন সানিও।

ভাই-বোন হলেও গত চার দশক ধরে নিজেদের মধ্যে দূরত্ব রেখেছেন সানি ও ববি এবং এষা ও অহনা।’গদর ২’-এর সাফল্যই নাকি ঘুচিয়ে দিয়েছে সেই দূরত্ব।’গদর ২’ দেখে উচ্ছ্বসিত হেমা। হেমা  প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে জানান সানির ছবি তাঁকে সত্তর ও আশির দশকের সিনেমা দেখার স্মৃতিকে ফিরিয়ে দিয়েছে।যা প্রত্যাশা ছিল, সব পূরণ হয়েছে।অনিল শর্মা পর্দায় খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন  সত্তর এবং আশির দশককে ।”ড্রিম গার্লের কথায়, ”সানি তো খুবই ভাল, উত্‍কর্ষও খুব ভাল কাজ করেছে।।

Join Telegram

Join Now