আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

পুজোর আগে আমাজন চমক , আসছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল

Published on: September 28, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

দুর্গা পুজো চলে এল। বাংলায় এখন উত্‍সবের মরসুম। পুজো শুরুর আগেই সুপার ডুপার বাম্পার অফার নিয়ে এসেছে আমাজন। শুরু হচ্ছে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল (Amazon Great Indian Festival Sale)। ৪ অক্টোবর থেকে সুরু হবে সেল, চলবে গোটা মাসজুড়ে।৭ অক্টোবর থেকে ফ্লিপকার্টও তাদের বিগ বিলিয়ন সেল শুরু করছে। তার আগেই বাজিমাত করতে চায় আমাজন।

দুই ই-কমার্স সংস্থার মধ্যে এখন প্রতিযোগিতাও টানটান। ৪ অক্টোবর সেল শুরুর ১২ ঘণ্টা আগে থেকে কেনাকাটা শুরু করতে পারবেন ক্রেতারা। আমাজনের প্রাইম কাস্টমারদের জন্য আরও সুবিধা আছে। ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম এবং মারাঠির মত একাধিক ভাষায় কেনাকাটা অ্যামাজনের প্রাইম ক্রেতাদের জন্য এই অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল আগেই শুরু হবে।

ক্লিক করে সরাসরি আমাজনে যান

৪ঠা অক্টোবর সেল শুরু ১২ ঘণ্টা আগে থেকে সেলে কেনাকাটা করতে পারবেন প্রাইম কাস্টমাররা। ক্রেতারা ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম এবং মারাঠির মত একাধিক ভাষায় কেনাকাটা করতে পারবেন। অফারে কী কী পাওয়া যাবে? ল্যাপটপ, অডিও ডিভাইস, টিভি, স্মার্টফোনে দুরন্ত অফার মিলবে। নতুন প্রোডাক্টও লঞ্চ করবে আমাজন-ফসিল, ওয়ানপ্লাস, স্যামসাং, সোনি, শাওমির নতুন ডিভাইস লঞ্চ হবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, বাম্পার সেলের জন্য আমাজনের অফিসিয়াল ওয়েবসাইটে তৈরি হয়েছে একটি মাইক্রোসাইট। সেখানে বিভিন্ন গ্যাজেটের অফার ডিসপ্লে করা হবে। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের জন্য এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে আমাজন। এইচডিএফসি ক্রেডিট বা ডেবিট কার্ড‌ ব্যবহার করে জিনিসপত্র কেনাকাটি করলে মিলবে ১০ শতাংশ অবধি ছাড়। আমাজন-পে ব্যবহার করেন যাঁরা তাঁরা এইচডিএফসি ক্রেডিট বা ডেবিট কার্ডে বিল মেটালে ৫০০০ টাকা অবধি ছাড় পাবেন। সেল চলার সময় আকর্ষণীয় পুরস্কারও মিলবে।

Join Telegram

Join Now