মদ খেয়ে ৬ জনের আকস্মিক মৃত্যু, অসুস্থ বহু!বর্ধমানের ছবি হাওড়াতেও!

বে এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে প্রশাসন। কয়েকদিন পূর্বেই বাংলা জুড়ে মদ বন্ধের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিন বর্ধমানের পাশাপাশি হাওড়াতেও এহেন ঘটনার দরুণ রাজ্য সরকারকে কটাক্ষ ছুঁড়ে দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

বিভিন্ন প্রান্তে মদ খেয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। কয়েকদিন পূর্বেই বর্ধমানে বিষাক্ত মদ পান করার ফলে মৃত্যু হয় বহু মানুষের। মঙ্গলবার মদ্যপানের পরেই ৬ জন ব্যক্তির রহস্যমৃত্যুর খবর সামনে এসেছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ।মদ বিক্রেতা প্রতাপ কর্মকারকে গ্রেফতার করে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

প্রতাপ কর্মকার নামে এক ব্যক্তি বহুদিন ধরেই মদের দোকান চালাচ্ছিল হাওড়ার মালিপাঁচঘড়া থানা সংলগ্ন ঘুসুড়ি এলাকায়। তবে গতকাল মদ খাওয়ার পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। পরবর্তীতে সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৬ জনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।

 

মদের দোকানটিতে গিয়ে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। এক্ষেত্রে মদে বিষক্রিয়ার কারণে ছয়জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে প্রশাসন। কয়েকদিন পূর্বেই বাংলা জুড়ে মদ বন্ধের ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিন বর্ধমানের পাশাপাশি হাওড়াতেও এহেন ঘটনার দরুণ রাজ্য সরকারকে কটাক্ষ ছুঁড়ে দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *