ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ অনুমোদন শিবির
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) লোন স্যাংশন ক্যাম্প আয়োজন করার জন্য উদ্যোগ নিয়েছে। কলকাতা ও অন্যান্য জেলায় এবং মহকুমা স্তরে আগামী ২০ নভেম্বর বেলা ১১ টা থেকে বিকাল তিনটে পর্যন্ত এই শিবির আয়োজিত হবে।
আশা করা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার ছাত্র-ছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ঋণ অনুমোদন পত্র দেওয়া হবে। যে ছাত্রছাত্রীরা কার্ড পাবে, তাদের দেওয়া হবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আগামী পয়লা জানুয়ারি ‘শিক্ষার্থী দিবস’ উপলক্ষে প্রায় ২০ হাজার ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে হবে। সেই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য রাজ্য সরকার ২০ নভেম্বরের শিবিরের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করছে।