ক্রীড়া প্রতিযোগিতা
বিপিসিসি পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরেও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় দুই নম্বর শাকারি পুকুর হাউসিং মাঠে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে নানান রকম প্রতিযোগিতা তার মধ্যে যেমন হাই জাম্প লং জাম 100 মিটার দৌড় ডিগবাজি বিস্কুট দৌড় থেকে শুরু করে নানান প্রতিযোগিতা ।
মূলত বাচ্চাদের নিয়ে এই প্রতিযোগিতা হয়ে থাকে সারা বছরই এবছরের একইভাবে এই ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে শেষে অভিভাবক অভিভাবিকা দের জন্য থাকে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা সবার শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয় এদিন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার ।