বাংলায় শিক্ষক নিয়োগ দিনক্ষণ জানিয়ে দিল এসএসসি
সাত বছর পর রাজ্যে হতে চলেছে শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে

সাত বছর পর রাজ্যে হতে চলেছে শিক্ষক নিয়োগ। শিক্ষক নিয়োগ হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে। সেকথাই রীতিমতো নোটিস দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ নিয়ে পাহাড়প্রমাণ অভিযোগ। অনেক বড়োসড়ো দুর্নীতি জড়িয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। হাই কোর্টেও নিত্যদিন এই নিয়ে চলছে মামলা। মামলার নিষ্পত্তি কবে হবে তা একেবারেই অনিশ্চিত। তারই মাঝে বড় ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের।
পরীক্ষা-কাউন্সেলিংয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলিতে এই নিয়োগ সম্পন্ন করবে স্কুল সার্ভিস কমিশন। এমনটাই উল্লেখ করা হয়েছে নোটিশে।স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রধান শিক্ষক – প্রধান শিক্ষিকা নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। প্রধান শিক্ষক – প্রধান শিক্ষিকা নিয়োগের পাশাপাশি নবম দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক-শিক্ষিকাও নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের বর্ষপূর্তিতে রাজ্যে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলো এসএসসি। রাজ্যের প্রচুর সংখ্যক স্কুলে প্রধান শিক্ষক, শিক্ষিকা নেই। স্কুল শিক্ষা দফতরের রিপোর্ট অন্তত সেটাই বলছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা নিয়োগ না হওয়ার জেরেই এত সংখ্যক শূন্য পদ বলে মনে করছে শিক্ষামহল। যদিও তা মানতে নারাজ স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের উপর সামগ্রিক মনোভাব বদলানোর জন্য প্রধান শিক্ষক নিয়োগের মাধ্যমে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য সরকার।
স্কুল সার্ভিস কমিশনের কাছে কত সংখ্যক শূন্যপদ রয়েছে, তার তালিকা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গোটা বিষয়টি নিয়ে বেশ কয়েকবার পর্যালোচনা বৈঠক করেছেন বলেও জানা গেছে।স্কুল শিক্ষা দফত ক্যাটাগরি ভিত্তিক প্রধান শিক্ষকদের নিয়োগ হবে বলে জানিয়েছে। স্কুল শিক্ষা দফতরের কাছে এই সংক্রান্ত আইন সামগ্রিকভাবে সংশোধনের জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফ প্রস্তাব পাঠানো হয়েছিল।