বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ঐতিহাসিক বোলিংয়েই তছনছ শ্রীলঙ্কা

Published on: September 17, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

৭-১-২১-৬  মহম্মদ সিরাজ এর এই বোলিং রেকর্ড ভারতের  চিরকালীন ক্রিকেট ইতিহাসে স্থান করে নিয়েছে। ১০ উইকেটে  জিতে সিরাজ এর এই বোলিং আত্মসমর্পণ করে  ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল।এই এশিয়া সেরা জয় বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস এনে দিল।আটবার ভারতীয় দল এশিয়া সেরা হল।

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার একটা সময় ১৩ রানে ছয় উইকেট।সিরাজের দুরন্ত বোলিং ক্রিকেট ইতিহাসে স্থান করে নিল।সাত ওভার ব্যাটিং করেই জিতে গেল ভারত।ওপেন করতে নামেন শুভমন গিল (২৭) ও ঈশান কিষান (২৩)।এক ওভারে চার উইকেট সিরাজের।শ্রীলঙ্কা দলের মোট পাঁচ ব্যাটার শূন্য রানে প্যাভিলিয়নে। 

রাতের ফ্লাইট ধরে ভারতে চলে আসবেন কিনা ভাবছিলেন ধারাভাষ্যকাররা। বিশ্ব ক্রিকেটের কাছেও ৫০ ওভারের ম্যাচে ৫১ রানের জয়ের টার্গেট এক বিস্ময়।ঘূর্ণি পিচ,সেই বাইশগজে ভারতের তিন পেস বোলার ছড়িয়ে ঘুরিয়ে গিয়েছেন।হার্দিক পান্ডিয়ার তিন রানে তিন উইকেট ও বুমরার এক উইকেট। 

Join Telegram

Join Now