রোহিতের ক্রিকেট ভবিষ্যত্ নিয়ে জল্পনা
সরকারি ঘোষণা না হলেও বিসিসিআইয়ের পরিকল্পনার আভাস পাওয়া গিয়েছে।
রোহিতের ভবিষ্যত্?
টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক ঠিক হয়ে গেল। রোহিত শর্মা পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।সাময়ীকভাবে ক্রিকেট থেকে বিরতি নিলেও ভবিষ্যত্ ?২০২৪ সালের জুনে টি-২০ বিশ্বকাপে কী তিনি খেলবেন? রোহিতও নিজের মতামতও পরিষ্কার করেছেন ।
নেতৃত্বের দায়িত্ব কী রোহিতের কাঁধেই থাকবে ?
কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে ও রোহিত শর্মার সঙ্গে বসেছিল বিসিসিআই কর্তা ও নির্বাচকরা।সরাসরি কিছু প্রশ্ন করেন নির্বাচকদের রোহিত।টি-২০ বিশ্বকাপে তাঁকে দলে রাখার বা নেতৃত্বে রাখার কোনও পরিকল্পনা রয়েছে কিনা নির্বাচকদের।নির্বাচকরা কীভাবে সামনের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে চান তাও যেন জানতে চান।
নির্বাচকরা জানিয়েছন ভারতকে নেতৃত্ব দেওয়ার সঠিক এবং যোগ্য ব্যক্তি রোহিত শর্মাই ।