নবান্নে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রীর সাথে

বৃহস্পতিবার নবান্নে যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। যদিও কি কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মহারাজ সে বিষয়ে কিছু জানা যায়নি।

সুনীতা ঘোষ: বৃহস্পতিবার নবান্নে যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। যদিও কি কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মহারাজ সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আইপিএল টুর্নামেন্টে দর্শক প্রবেশের অনুমতি চাওয়ার জন্যই তিনি সাক্ষাৎ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় গত শনিবার জানান, কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হবে আইপিএল টুর্নামেন্টের প্রথম প্লে-অফ এবং এলিমিনেটর রাউন্ডের ম্যাচ। এই দুটি ম্যাচ আয়োজিত হতে চলেছে যথাক্রমে ২৭ এবং ২৯ মে। প্রতি ম্যাচেই ১০০ শতাংশ দর্শক উপস্থিতি থাকবে বলে জানান তিনি। চলতি আইপিএল মরশুমে কলকাতার ইডেন গার্ডেন্সে আদৌ কোনও ম্যাচ হবে কিনা সেই সম্পর্কে সন্দেহ ছিল। কারণ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রাথমিকভাবে পুনে এবং মুম্বইয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার কথা হয়েছিল।

দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনার কারণে পুনে থেকেও ম্যাচ সরিয়ে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। সেই সময় সৌরভ বলেছিলেন, “আর আইপিএল টুর্নামেন্টের নকআউট পর্যায়ের কথা যদি বলতে হয়, তাহলে সেটা কলকাতা এবং আহমেদাবাদে আয়োজন করা হবে। পাশাপাশি এই ম্যাচগুলোয় ১০০ শতাংশ দর্শক উপস্থিতি থাকবে। আগামী ২২ মে লিগ পর্যায়ের ম্যাচগুলি আয়োজন করা হবে।” ২০২২ আইপিএল মরশুমে এখনও পর্যন্ত ৪০টি ম্যাচ হয়েছে। আপাতত মুখ্যমন্ত্রীর সঙ্গে খেলা নিয়েই সাক্ষাৎ করতে পারেন সৌরভ এমনটাই মনে করা হচ্ছে।

 

 

সৌরভ গঙ্গোপাধ্যায় এর রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় রাজনীতি সরগরম হয়েছিল। যদিও প্রত্যক্ষ রাজনীতিতে আসতে রাজি নন বলে জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে সৌরভের যোগদান নিয়েও জল্পনা শুরু হয়েছিল একসময়। কিন্তু সেই দাবি খারিজ করেছিলেন’ সৌরভ। তবে হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন দেখা করবেন সৌরভ এই প্রসঙ্গে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *