পাষাণ পিতার হাতে পুত্র খুন
সাড়ে ৩ বছরের ছেলেকে হত্যার পর দেহ পুঁতে দেয় বাবা
,সাড়ে ৩ বছরের ছেলেকে হত্যার পর দেহ পুঁতে দেয় বাবা ! গণধোলাইয়ে রক্তাক্ত অভিযুক্ত। এই ঘটনা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের বলদাখাল এলাকায়। ঐ এলাকার বাসিন্দা শ্যামল দাস নামে এক ব্যক্তি তার সাড়ে ৩ বছরের ছেলে সায়ন দাসকে
নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ করেন তার স্ত্রী। ঘটনা সোমবার রাত ১১টার পর বলেও অভিযোগ করেন। ঘটনার পর ছেলের মৃতদেহ বাড়ির পাশে কাঁদা মাটিতে পুঁতে দেয় বলে অভিযোগ।
মঙ্গলবার এই ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্ত বাবাকে গণধোলাই দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী ও মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।