সোমার নিয়োগ একমাত্র বাতিল করল না হাই কোর্ট
চাকরি গেল প্রায় ২৬ হাজার ব্যক্তির।
INTERNET – কলকাতা হাই কোর্ট সোমবার রায় দিল।হাই কোর্ট জানায়, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সব প্রার্থীর নিয়োগ বাতিল।প্যানেলের কোনও চাকরির বৈধতা নেই।সোমা দাসের চাকরি একমাত্র থেকে গেল।ডিভিশন বেঞ্চ জানায়, ‘মানবিক কারণ’-এই সোমার নিয়োগ বাতিল করা হচ্ছে না।বীরভূমের গ্রামের মেয়ে সোমা চাকরির লড়াইয়ের সঙ্গে বাঁচার লড়াইও চালিয়ে যাচ্ছিল।২০১৬ সালে শিক্ষক নিয়োগের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ।
*বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির বেঞ্চে রায় ঘোষণা
*২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল
*মেয়াদ-উত্তীর্ণ চাকরিপ্রাপকদের বেতন ফেরতের নির্দেশ
*চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে
*বছরে ১২% হারে সুদ-সহ বেতন ফেরতের নির্দেশ
*মানবিক কারণে চাকরি থাকবে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের
*সব উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ
*এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই
*প্রয়োজনে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই
মামলা হয় হাই কোর্টে।২০১৯ সালে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে।কিন্তু লড়াই ছেড়ে দেননি তিনি।অসুস্থ সোমা দিনের পর দিন কলকাতার রাস্তায় চাকরির দাবিতে রোদ, বৃষ্টি মাথায় নিয়ে ধর্না, অবস্থান বিক্ষোভ করে গিয়েছেন।প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমার শারীরিক অবস্থার কথা জানতে পারেন,রাজ্য সরকারের কাছে অনুরোধ করেন গঙ্গোপাধ্যায়।সরকার সোমাকে চাকরি দেয়।
২০২২ সালে হাই কোর্টের অনুরোধ মেনে সোমাকে চাকরির সুপারিশপত্র দেয় কমিশন। সোমাকে নিয়োগ করা হয় বাংলার শিক্ষক হিসাবে।অসুস্থতা, চাকরি সামলেও ধর্নামঞ্চে এসেছেন তিনি বার বার। সোমবার রায়ে সেই সোমার নিয়োগ বাতিল করল না হাই কোর্ট।