পরিসংখ্যান বলছে ‘আচ্ছে দিন’ ভারতে

আরবিআই, ইপিএফও, ন্যাশনাল কেরিয়ার সার্ভিসেস, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এবং কেন্দ্রের বিভিন্ন চাকরি সংক্রান্ত প্রকল্পের তথ্য থেকে দেশে কর্মসংস্থান বাড়ছে।

কংগ্রেস অভিযোগ বেকারত্ব নিয়ে মুখ বন্ধ রেখে অন্যদিকে সকলের নজর ঘোরাতে চান মোদি। এএনআই সংবাদ সংস্থা বিশ্লেষণ করে জানাচ্ছে, দেশে কমেছে বেকারত্বের হার, কর্মসংস্থান বেড়েছে।সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের দাবি,গ্রামাঞ্চলে বেকারত্বের হার ২০২২-২৩ সালে কমে ২.৪ শতাংশে পৌঁছেছে,শহরেও হার কমে ৫.৪ শতাংশে পৌঁছেছে।মহিলা ও যুবা সম্প্রদায়ের উপার্জনের হার বৃদ্ধি পেয়েছে।

পাঁচটি সরকারি সংস্থার পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য মিলেছে।দেশে কর্মসংস্থান গত কয়েক বছর ধরেই বাড়ছে।কেন্দ্রের বিভিন্ন চাকরি সংক্রান্ত প্রকল্পের তথ্য থেকে এমনই ছবি উঠে আসছে।

২০১৭-১৮ সালে গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার ছিল ৫.৩ শতাংশ। তা গত অর্থবর্ষে কমে ২.৪ শতাংশে নেমে এসেছে। আবার একই ভাবে শহরাঞ্চলে তা ৭.৭ শতাংশ থেকে কমে ৫.৪ শতাংশে নেমেছে। মহিলাদের মধ্যে বেকারত্বের হার ২০১৭-১৮ সালের ৫.৬ শতাংশ থেকে কমে নেমেছে ২.৯ শতাংশে। একই ভাবে যুব সম্প্রদায়ের মধ্যে বেকারত্ব ১৭.৮ শতাংশ থেকে কমে ১০ শতাংশে পৌঁছেছে।

COURTESY – সংবাদ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *