ছয় বন্ধু মিলে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায়
জিজ্ঞাসাবাদের জন্য বাকি চারজন পড়ুয়াকে আটক করেছে পুলিশ।
বীরভূমের শান্তিনিকেতন লাগোয়া কোপাই নদীতে ছয় বন্ধু মিলে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায়। চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও দুই স্কুল পড়ুয়ার সৈকত পাল ও শায়ক পাল দুই ভাই তাদের মৃতদেহ উদ্ধার হয় কোপাই নদী থেকে। ঘটনাস্থলে শান্তিনিকেতন ও পারুই দুই থানার পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বোলপুরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ৬ জন পড়ুয়া কোপাই নদীতে স্নান করতে নামে। খবর জানাজানি হওয়ার পর স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন ও পাড়ুই থানার পুলিশ। চারজন পড়ুয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও দুই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ পুরো ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য বাকি চারজন পড়ুয়াকে আটক করেছে পুলিশ।