আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে ফাঁদে পা , লুঠ প্রায় ১০ লক্ষ টাকা

Published on: October 24, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিস। অভিযোগ, নিজেকে এয়ারপোর্ট অথরিটির কর্মী বলে পরিচিত দিত অভিযুক্ত। এভাবে বিভিন্ন চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত যুবক।অভিযোগের ভিত্তিতে কুণাল সাহা নামে ওই অভিযুক্ত যুবককে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছ থেকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের বাসিন্দা এক যুবক ইকোপার্ক থানাতে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখে সেখানে দেওয়া ফোন নম্বরে তিনি যোগাযোগ করেন। তখন কুণাল সাহা নামে ওই যুবক নিজেকে এয়ারপোর্ট অথরিটির স্টাফ বলে পরিচয় দেয়। একইসঙ্গে বলে যে এয়ারপোর্টে চাকরি পাইয়ে দেবে, তবে তার বিনিময়ে টাকা খরচ করতে হবে।

তাঁর মতো এরকম বেশ কয়েকজন যুবকও কুণাল সাহার সাথে যোগাযোগ করেন। তাঁদের নথিপত্র জমা দেন। সবমিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা কুণাল সাহার হাতে তাঁরা তুলে দেন চাকরি পাওয়ার আশায়। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও কোনওরকম সদুত্তর না মেলায়, বুঝতে পারেন যে তাঁরা প্রতারিত হয়েছেন। এরপরই শনিবার ওই যুবকরা ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে নিউটাউন আকাঙ্ক্ষা মোড় এলাকা থেকে কুণাল সাহাকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিস। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে, তা জানতে তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ ।

Join Telegram

Join Now