বাড়িতে হানা দিয়ে মধুচক্রের সন্ধান
বেশ কয়েকদিন আগে ভাটপাড়া পুরসভার ২৫ নং ওয়ার্ডে বাসুদেবপুর রোড এলাকার মণ্ডলপাড়ায় একটি বাড়িতে হানা দিয়ে মধুচক্রের সন্ধান পেয়েছিলো পুলিশের বিশেষ টিম।
বেশ কয়েকদিন আগে ভাটপাড়া পুরসভার ২৫ নং ওয়ার্ডে বাসুদেবপুর রোড এলাকার মণ্ডলপাড়ায় একটি বাড়িতে হানা দিয়ে মধুচক্রের সন্ধান পেয়েছিলো পুলিশের বিশেষ টিম। ওই এলাকার বাসিন্দা নন্দদুলাল চৌধুরী বাড়িতে ভাড়া থাকতেন শেখর দে ও তার স্ত্রী আর এক সন্তান। তাদের ঘরেই নাকি বেশ কয়েকদিন ধরে বসতো মধুচক্রের আসর।
গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা হানা দিয়ে মধুচক্রের হদিশ পাওয়া যায়। সেখান থেকেই হাতেনাতে পাকড়াও করা হয় তিনজন মহিলা সহ আরো পাঁচজনকে। শ্যামনগরের সন্মান বজায় রাখার জন্য গোটা বিষয় নিয়ে জগদ্দলের বিধানসভার অন্তর্গত বেশ কয়েকজন মহিলা আজ সংসদ অর্জুন সিং এর কাছে ডেপুটেশন জমা দেন।
তারা জানান, মহিলা হিসাবে এলাকার সম্মান বাঁচাতে সাংসদকে গোটা বিষয় টি জানালাম। আমাদের আবেদন এই ঘটনায় সাংসদ যেন কড়া ভাবে ব্যবস্থা নেন। সাংসদ বলেন, মহিলারা আমাকে বিষয়টি জানিয়েছে। আমি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা পর্যন্ত ডেপুটেশনটি তুলে ধরবো।শ্যামনগর ২৫ নম্বর ওয়ার্ড খুব ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকায় এই ঘটনা যথেষ্ট নিন্দনীয়।