বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রোহিত শর্মা ঋষভ পন্তের উপর ক্ষুব্ধ, এটি সহজ ক্যাচ এবং রানআউটও মিস

Published on: June 25, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

মাঠেই উইকেটরক্ষক ঋষভ কে ভর্ৎসনা করলেন রোহিত শর্মা।ঋষভ ক্যাচ মিস করতেই রোহিত শর্মাকে চিৎকার করতে দেখা যায়।অস্ট্রেলিয়াকে সুপার ৮-এ ২৪ রানে হারিয়ে ভারত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল।মনে রাখার মত  ৪১ বলে ৯২ রান এর একটা ইনিংস খেলেছেন রোহিত শর্মা।রোহিতের সুবাদে ভারত পাঁচ উইকেটে তোলে ২০৫ রান।

গা-ছাড়া মনোভাবের জন্য মাঠেই পন্থকে ভর্ৎসনা রোহিত শর্মার।সাত উইকেটে ১৮১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া।মিচেল মার্শ ২৮ বলে ৩৭ রান,ট্র্যাভিস হেড ৪৩ বলে করেন ৭৬ রান করেন।বিশ্বকাপের ফাইনালে ট্রাভিস হেডই অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করেছিলেন। জসপ্রিত বুমরাহ ২৯ রানে ১ উইকেট,আরশদীপ সিং ৩৭ রানে নিয়েছেন ৩ ,কুলদীপ যাদব ২৪ রানে ২ উইকেট নিয়েছেন।ইংল্যান্ডের মুখোমুখি হবে সেমিফাইনালে বৃহস্পতিবার ভারত।

সতর্ক ছিল অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে ভারতীয় দল,সেখানে পন্থের ক্যাচ ফেলা মেনে নিতে পারেননি অধিনায়ক রোহিত।অস্ট্রেলিয়া সুবিধাজনক অবস্থায় ছিল। ৮৬ রানের জুটি  হেড ও মার্শের ।১৯ নভেম্বর বিশ্বকাপের স্মৃতিকে জাগিয়ে তুলেছিল অনেকের মনে।

Join Telegram

Join Now