ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেব পেলেন বঙ্গভূষণ

ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান-তিনটি ক্লাবকেই দেওয়া হল 'বঙ্গবিভূষণ' পুরস্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ‘বঙ্গভূষণ’, ‘বঙ্গবিভূষণ’ এবং ‘মহানায়ক’ পুরস্কার দেওয়া হল সংস্কৃতি জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের। ‘মহানায়ক’ সম্মান পেলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান, সোহম চক্রবর্তী ।কোভিড পরিস্থিতির কারণে বন্ধ ছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান তিন বছর।নজরুল মঞ্চে দেওয়া হল সম্মানীয় এই পুরস্কার। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেব পেলেন ‘বঙ্গভূষণ’।

‘বঙ্গভূষণ’ তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় অভিনেত্রী ইন্দ্রানী হালদার, পরিচালক সৃতিত মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পী কৌশিকি চক্রবর্তী, জিত্‍গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া, সাহিত্যিক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, চিকিত্‍সা বিভাগ থেকে ডা. মনোময় বন্দ্যোপাধ্যায়, ডা. যোগীরাজ রায় প্রমুখ।

ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান-তিনটি ক্লাবকেই দেওয়া হল ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *