বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এশিয়া কাপ থেকে শ্রেয়স আয়ারের বাদ হওয়ার আসল কারণ মাঠের বাইরেই লুকিয়ে

Published on: August 24, 2025
---Advertisement---

Join WhatsApp

Join Now

নির্বাচকের ব্যাখ্যায় নেই উত্তর, প্রশ্ন তুললেন এবি ডিভিলিয়ার্স!

ব্যাট হাতে দারুণ ছন্দে থেকেও কেন দলে নেই শ্রেয়স?

চোট, শৃঙ্খলাভঙ্গ নাকি সাজঘরের পরিবেশ – কোথায় গলদ?

ভারতীয় দলে ফাটল ঢাকতে কি বলি হলেন শ্রেয়স আয়ার?

ভারতের এশিয়া কাপ দল ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – কেন বাদ পড়লেন শ্রেয়স আয়ার? ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থেকেও, আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান করেও জায়গা হল না তাঁর। নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, শ্রেয়সকে বাদ দেওয়া নির্বাচকদের জন্য সহজ সিদ্ধান্ত ছিল না, তবে দলের ভারসাম্যের জন্য তাঁকে রাখা যায়নি। কিন্তু এতেই কি রহস্যের সমাধান হয়? প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডিভিলিয়ার্স মনে করেন, আসল কারণ ব্যাটিং নয়, মাঠের বাইরের কোনও বিষয়।

Read more – কি ভাবে বানাবেন এগ চিংড়ি….জেনে নিন

ডিভিলিয়ার্স সম্প্রতি ভক্তদের সঙ্গে সরাসরি আলোচনায় জানান, “আমি ভারতীয় দল দেখে অবাক। ভাবছিলাম শ্রেয়সকে কোথায় নেওয়া যেত। গত কয়েক দিনে ওকে নিয়ে প্রচুর খবর পড়েছি। আমার মনে হয় গত কয়েক বছরে ওর পারফরম্যান্স এমন ছিল যে বাদ যাওয়া ওর প্রাপ্য নয়। তবে ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, সাজঘরের পরিবেশও গুরুত্বপূর্ণ।” তাঁর সোজাসাপ্টা মন্তব্যে ইঙ্গিত স্পষ্ট – শ্রেয়স হয়তো দলের ভেতরে সম্পর্ক বা আচরণগত কারণে বিশ্বাস হারিয়েছেন।

আসলে শ্রেয়সকে ঘিরে বিতর্ক নতুন নয়। আগেও তাঁর বিরুদ্ধে উঠেছিল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ (Disciplinary Issue)। বোর্ডের নির্দেশ উপেক্ষা করে চোট থেকে সেরে ওঠার পর ঘরোয়া ক্রিকেটে খেলেননি তিনি। সেই কারণে একবার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। যদিও পরে তাঁর ফর্ম দেখে আবার ফিরিয়ে নেওয়া হয়। তবুও নির্বাচকদের চোখে যে স্থায়ী ভরসা অর্জন করতে পারেননি, তা এবার এশিয়া কাপে জায়গা না পাওয়া থেকেই স্পষ্ট।

ডিভিলিয়ার্স আরও বলেন, “ক্রিকেট দলগত খেলা। শুধু রান করাই যথেষ্ট নয়। সাজঘরের ভেতরে কেমন পরিবেশ তৈরি করছ, সেটা গুরুত্বপূর্ণ। শ্রেয়স কি দলের মনোবল বাড়াত? ওর মুখে কি সবসময় হাসি থাকত? এই প্রশ্নগুলোই হয়তো বড় হয়ে উঠেছে।” তাঁর কথায় বোঝা যায়, ভারতের নির্বাচকরা হয়তো শ্রেয়সকে মাঠের বাইরের কিছু কারণে বাদ দিয়েছেন, যাতে ড্রেসিং রুমে কোনও বিভাজন না তৈরি হয়।

তবে এই যুক্তি মানতে নারাজ অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। কারণ চলতি বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট হাতে অসাধারণ ছন্দে ছিলেন শ্রেয়স। মাঝের ওভারে স্থিতিশীল ইনিংস গড়ে ম্যাচ ঘোরানোর ক্ষমতা দেখিয়েছেন বারবার। আন্তর্জাতিক স্তরেও তিনি ভারতের অন্যতম ভরসাযোগ্য মিডল-অর্ডার ব্যাটার।

তাহলে প্রশ্ন থেকেই যায় -যদি ফর্মে থেকেও জায়গা না হয়, তবে কি সত্যিই ডিভিলিয়ার্সের অনুমান সঠিক? ভারতীয় নির্বাচকরা কি দলের ভেতরের পরিবেশ শান্ত রাখতে শ্রেয়সকে বলি দিয়েছেন? নাকি চোট ও শৃঙ্খলার পুরনো দাগ এখনো তাঁর ক্যারিয়ারকে তাড়া করছে?

নিশ্চিত উত্তর হয়তো সময়ই দেবে। তবে একটা বিষয় পরিষ্কার – শ্রেয়স আয়ারের বাদ পড়া ভারতীয় ক্রিকেটে বড় বিতর্কের জন্ম দিয়েছে। আর সেই বিতর্কে ডিভিলিয়ার্সের মন্তব্য যেন নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে।

Join Telegram

Join Now