ফের খাবারের খোঁজে লোকালয়ে অজগর।
ধুপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকার নিরঞ্জন পাটের ঘটনা। মুরগি খেতে এসে জালে আটকা পড়লো বিশাল আকার অজগর।
বুধবার, ধুপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকার নিরঞ্জন পাটের ঘটনা। মুরগি খেতে এসে জালে আটকা পড়লো বিশাল আকার অজগর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
গত দুদিন আগে সামান্য একটু দূরে হাঁস মুরগি খেতে এসে খাচায় আটকা পড়েছিল একটি বিশাল আকার অজগর আজ আরও সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।
খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বন কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর জাল থেকে মুক্ত করে অজগর টিকে এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় জানা গেছে উদ্ধার হওয়া সাপটির প্রাথমিক চিকিৎসা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।