তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীসভা
33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী পামেলা চ্যাটার্জির সমর্থনে কর্মী সভা এবং ভোটের আবেদন করা হচ্ছে যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয় । তার পাশাপাশি বিভিন্ন পাটে পাটে কর্মী নিয়ে আয়োজন করা হয় ।
এই কর্মী সম্মেলনে সমস্ত তৃণমূলের প্রার্থীরা একটা ছাতার তলায় এসে একটি বৈঠক করেন আর এই বৈঠকে নানান আলাপ আলোচনা হয় কি করে দল কে জেতানো যেতে পারে , মানুষের দুয়ারে কি করে পৌঁছানো যেতে পারে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এদিন এবং সমস্ত কর্মীদের নিজের মতামত দেন এই কর্মী সম্মেলনে ।