আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীসভা

Published on: February 17, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী পামেলা চ্যাটার্জির সমর্থনে কর্মী সভা এবং ভোটের আবেদন করা হচ্ছে যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয় । তার পাশাপাশি বিভিন্ন পাটে পাটে কর্মী নিয়ে আয়োজন করা হয় ।

এই কর্মী সম্মেলনে সমস্ত তৃণমূলের প্রার্থীরা একটা ছাতার তলায় এসে একটি বৈঠক করেন আর এই বৈঠকে নানান আলাপ আলোচনা হয় কি করে দল কে জেতানো যেতে পারে , মানুষের দুয়ারে কি করে পৌঁছানো যেতে পারে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এদিন এবং সমস্ত কর্মীদের নিজের মতামত দেন এই কর্মী সম্মেলনে ।

Join Telegram

Join Now