বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের নতুন সংসদ ভবন উদ্বোধন

Published on: May 28, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

নতুন সংসদ ভবন ডিজাইন করেছেন তারা একে ‘আর্ট অফ দ্য আর্ট’ সাইবার সিকিউরিটি হিসেবে নাম দিয়েছেন।অত্যাধুনিক নিরাপত্তা বেষ্টনী।চিন, পাকিস্তানসহ অন্য কোনো দেশের হ্যাকাররা নতুন সংসদ ভবনে প্রবেশ করতে পারবে না।’ইন্টারনেটের আন্ডারওয়ার্ল্ড’ নামে পরিচিত সাইবার ক্রাইমের ডার্ক ওয়েবকে সংসদের আইটি সিস্টেমের কাছেও যেতে দেবে না।সংসদ ভবনের প্রতিটি কোণায় থাকবে ‘ডিজিটাল নজরদারি’। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যও নেওয়া হয়েছে। ডাবল সিকিউরিটি অপারেটিং সিস্টেমটি যেকোন জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে।

নতুন সংসদ ভবনে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC) এবং ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) এর সহায়তায়, র‍্যানসমওয়্যার এবং ফিশিংয়ের হুমকি অনেকাংশে দূর করা হয়েছে।কেন্দ্রীয় সরকার দেশে সাইবার হামলা ঠেকাতে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ডেটা লঙ্ঘনের ঘটনা ঘটছে।

নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে, ভারত এগোলেই বিশ্ব এগিয়ে যাবে, নতুন সংসদ ভবনের উদ্বোধন করে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।সকাল থেকে প্রায় সাত ঘণ্টা ধরে পুজো-যজ্ঞ-সেঙ্গল স্থাপন-ভাষণের মাধ্যমে দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন হল।

ভারতের পুরনো সংসদ ভবনের বয়স ৯৬। ১৯২৭ সালে ভবনটির উদ্বোধন করেন বড়লাট লর্ড আরউইন। তখন অবশ্য এই ভবনের নাম ছিল ‘কাউন্সিল হাউস’।রবিবার ভারতের নতুন পার্লামেন্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উদীয়মান আকাঙ্খা ও চাহিদা অনুযায়ী বিশাল এবং অত্যাধুনিক সংসদ ভবন তৈরি করা হয়েছে।২০টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। একই সময়ে, ২৫টিরও বেশি দল কর্মসূচিতে অংশ নেয়।২৮ মে ভারতীয় গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দিন। ভারতীয় সংসদের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী লোকসভার স্পিকার ওম বিড়লার আসনের পাশে রাজদণ্ডের প্রতীক সেঙ্গল স্থাপন করেন।

Join Telegram

Join Now