আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

শীতে অকাল – বর্ষণ , শিলাবৃষ্টি কলকাতা সহ বাংলার জেলায় জেলায়

Published on: January 11, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

সকাল থেকে আকাশের মুখ ভার। বিকেলের দিকে তা আরও বেড়েছে। দুপুর থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি (Rain) বেড়েছে। আর দুপুরের পর থেকেই আবহাওয়া (Weather) দফতরের তরফে বিভিন্ন জেলার পূর্বাভাস দেওয়া হচ্ছে। সর্বশেষ দেওয়া পূর্বাভাসে কিছুক্ষণের মধ্যে কলকাতা (kolkata) ও হাওড়ায় (Howrah) হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং কোনও কোনও জেলায় শিলাবৃষ্টির (hail) পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিন রাত সাড়ে আটটার মধ্যে কলকাতার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সময়ে বৃষ্টি হতে পারে হুগলি জেলাতেও। পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং নদিয়া জেলাতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়।

এদিন বিকেলে আবহাওয়া দফতরের এক পূর্বাভাস বলা হয়েছে, রাতের মধ্যে পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি হতে পারে।
এদিন দুপুরের পর থেকে আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন সময়ে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিমে মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বৃষ্টিও হয়েছে সেইসব জায়গায়। উল্লিখিত জেলাগুলিতে সোমবারেই শিলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে ১২ জানুয়ারি উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহ জেলা। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ১২ জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহারে। সিকিমেই এই পরিস্থি তৈরি হতে পারে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানাস চণ্ডীগড়ে ১৩-১৫ জানুয়ারির মধ্যে, উত্তর-পূর্ব রাজস্থানে ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যেষ শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাতে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন করে দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হতে চলেছে উত্তর-পশ্চিম ভারতে, ১৬ ও ১৮ জানুয়ারি নাগাদ। ১৬ জানুয়ারির পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১৬ ও ১৭ জানুয়ারি এবং ১৮ জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝার কারণে পরবর্তী ২-৩ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হবে পশ্চিম হিমালয়ের বিভিন্ন জায়গায়।

Join Telegram

Join Now