শহরের বেশ কয়েকটি জায়গায় পুকুর ভরাট
শহরের বেশ কয়েকটি জায়গায় পুকুর ভরাট করা হচ্ছে। এনিয়ে পুরসভা ও পুলিসের ভূমিকায় ক্ষোভ রয়েছে বাসিন্দাদের মধ্যে।

শহরের বেশ কয়েকটি জায়গায় পুকুর ভরাট করা হচ্ছে। এনিয়ে পুরসভা ও পুলিসের ভূমিকায় ক্ষোভ রয়েছে বাসিন্দাদের মধ্যে। পুরসভার তরফে কয়েকমাস আগে শহরের বিভিন্ন জায়গায় পুকুর ভরাট বন্ধের বার্তা দিয়ে ফ্লেক্স লাগানো হয়। কিন্তু, তারপরও প্রশাসনের নিষ্ক্রিয়তায় অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর ভরাট করা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
এক্ষেত্রে কোনও ব্যক্তি নয়, অভিযোগের তির পুরসভার দিকে। পুরসভার গাড়ি ব্যবহার করে প্রতিদিনই জঞ্জাল ফেলা হচ্ছে পুকুরে। জঞ্জাল ফেলে পুকুরের এক-চতুর্থাংশ ইতিমধ্যেই ভরাট হয়ে গিয়েছে। বাসিন্দাদের মধ্যে এনিয়ে ক্ষোভ থাকলেও কেউই ভয়ে মুখ খুলতে চাইছেন না। পুকুর ভরাটে পুরসভা জড়িয়ে পড়ায় বিস্মিত তাঁরা। বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে সম্পত্তি দেখভালের জন্য এস্টেট অফিসার রয়েছেন।
তারপরও কিভাবে বিশ্ববিদ্যালয়ের পুকুর ভরাট করা হচ্ছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তাঁরা। একইভাবে ২ নম্বর শাঁখারিপুকুর এলাকায় একটি পুকুর দীর্ঘদিন ধরে ভরাট করা হচ্ছে। পুরসভার গাড়ি গিয়ে নিয়মিত পুকুরে জঞ্জাল ফেলে। এর ফলে পুকুরের অনেকটা অংশ বুজে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা এনিয়ে নানা মহলে নালিশ জানিয়েছেন। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। পুরসভার চেয়ারম্যান পরেশ সরকারকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাইরে আছি পরে এনিয়ে কথা বলব।