মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করল পুলিশ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করল পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ। আজ সকালে শহরের পৌরসভার কাছে একটি গাড়ি বেপরোয়াভাবে অন্যান্য গাড়ি গুলিকে ওভারটেক করে কলকাতার দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। বর্ধমান পৌরসভার সামনে যে ট্রাফিক পোস্ট আছে সেখানকার কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা গাড়িটিকে বারবার দাঁড়ানোর কথা বললেও তাদের কথায় কর্ণপাত করেনি তারা।

পরে জেলা ট্রাফিক পুলিশের ওসি চিনময় ব্যানার্জি গাড়িটিকে পৌরসভার পান্থশালায় সামনে আটক করে এবং গাড়িতে বসা দুজন চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় তাদের বাড়ি করজনা চটিতে।কথা বলার সময় বোঝা যায় গাড়িতে সওয়ার দুই যাত্রীর মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে।

সঙ্গে সঙ্গে গাড়িতে তল্লাশির নির্দেশ দেন চিনময় বাবু এবং সেই তল্লাশিতে গাড়ির ভেতর থেকে বেশ কিছু মদের বোতল উদ্ধার হয়। গাড়িটিতে চিকিৎসকদের জন্য নির্দিষ্ট থাকা একটি ‘ডক্টর লোগো’ র স্টিকার লাগানো ছিল যে বিষয়ে ওই দুই ব্যক্তি কে জিজ্ঞাসা করা হল তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পুলিশ দুইজনকে আটক করে বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *