আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মোবাইলের এক ক্লিকেই গাছে জল , ছাদে বাগান গড়েছেন বর্ধমানের সনৎ

Published on: January 23, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

ছাদে ওয়াই-ফাই নিয়ন্ত্রিত ‘স্মার্ট’ বাগান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন বর্ধমানের সনত্‍ সিংহ। বর্ধমানের ঝাপানতলার বাড়ির ছাদে মরশুমি ফুল এবং সব্জির চাষ করেছেন সনত্‍। শহরের বুকে সবুজের প্রতি ভালবাসা যাঁরা বাঁচিয়ে রেখেছেন, তাঁদের মধ্যে সনত্‍ এক জন।

পেশায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান শাখার আধিকারিক তিনি।নিজের বাড়ির ছাদ, সিঁড়ির ল্যান্ডিংয়ে তিনি তৈরি করেছেন বাগান। সেখানে চাষ হচ্ছে উচ্ছে, বেগুন, পটল, মুলো-সহ নানা রকমের সব্জি এবং মরশুমি ফুলের।

সনত্‍ বলছেন, ”এ বার কম করে ২০ কিলোগ্রাম আদা, ৩০ কিলোগ্রাম শিম এবং প্রচুর আলু হয়েছে। এর স্বাদও আলাদা। নিজে তো খেয়েইছি, পাশাপাশি পাড়া-প্রতিবেশীদেরও বিলিয়েছি।”

ওয়াই-ফাইয়ের মাধ্যমে মোবাইল ক্লিক করেই গাছে জল দেন সনত্‍। নজর রাখার জন্য রয়েছে সিসি ক্যামেরা। তবে বাগানে কোনও রাসায়নিক সার ব্যবহার করেন না তিনি। জৈব সার এবং জৈব কীটনাশক ব্যবহার করেই ভিন্ন রকমের বাগানচর্চা শুরু করেছেন তিনি।

Join Telegram

Join Now