ভোট গ্ৰহন চলাকালিন বহিরাগতদের তান্ডবে রনক্ষেত্রর ১৪জনকে গ্ৰেফতার করে পুলিশ

বহিরাগতদের তান্ডবে রনক্ষেত্রর চেহারা নিয়েছিলো তারপরেই ১৪জনকে গ্ৰেফতার পুলিশ আজ আদালতে পেশ বর্ধমানে

গতকাল ভোট গ্ৰহন চলাকালীন বহিরাগতদের তাণ্ডব শুরু হয় পূর্ব বর্ধমান জেলার পলাশন অঞ্চলের মাঠ নুরপুর বুথে। সেখান থেকে 14 জন কে গ্রেফতার করে রায়না থানা পুলিশ রবিবার তাদেরকে বর্ধমান আদালতে পাঠানো হল। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি রিভালবার।
প্রসঙ্গত উল্লেখ‍্য শনিবার ভোটগ্রহণ চলার দ্বিতীয়ার্ধে উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের রায়নার মাঠনূরপুর গ্রামে। এখানে বহিরাগত কিছু দুষ্কৃতীর সঙ্গে গ্রামবাসীদের সংঘাত চরমে ওঠে।

এলাকায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। বোমার আঘাতে আহত হয়েছেন চারজন গ্রামবাসী। বিক্ষুব্ধ গ্রামবাসীদের অনেকেই অভিযোগ করেছেন, ভোটের দিন এবং তার আগে থেকেই এই গ্রামকে অশান্ত করার চেষ্টা চলছে। এদিন সকালেই দুপক্ষের সংঘর্ষ ঘটে। আহত হন কয়েকজন।গ্রামবাসীদের অভিযোগ, এদিন বিকেলের দিকে বেশ কিছু সশস্ত্র দুস্কৃতী বাইরে থেকে এখানে আসে। তারা গ্রামে বোমা ছোড়ে। তারা সশস্ত্র ছিল বলেও গ্রামবাসীদের দাবি। তাদের আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদের মধ্যে শেখ আজাদ এবং শেখ গফফার আলির আঘাত গুরুতর। গ্রামবাসীদের দাবি রায়না ১ এর ব্লক সভাপতি বামদেব মন্ডল এই হামলার জন্য দায়ী।এছাড়াও পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান শামসুদ্দিন এই হামলার পিছনে রয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, দুর্নীতি এবং অনুন্নয়নের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তারা। ঘটনার খবর পেয়ে বিরাট পুলিশবাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে এলাকায় পুলিশ পাহারা রয়েছে। গ্রাম থমথমে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *