দুর্গাপুরের রান্নাঘরে পাইপলাইনে গ্যাসের সংযোগ
বাতাসে সহজেই মিশে যাওয়ার জেরে এই গ্যাস থেকে সাধারণ মানুষের বিপদের সম্ভাবনা অনেকটাই কম।
INTERNET – গ্যাসের সংযোগ পাইপলাইনে।বাড়ি বাড়ি রান্নার গ্যাস পাইপলাইনের মাধ্যমে।বাস্তবায়িত হচ্ছে দুর্গাপুরে।রাজ্যে প্রথম দুর্গাপুরেই পাইপলাইনে রান্নাঘরে চলে আসছে রান্নার গ্যাস। পশ্চিম বর্ধমানের SAIL সমবায় সোসাইটির কমপ্লেক্সে প্রথম এই ব্যবস্থা।উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত এই গ্যাসের পাইপলাইনের কাজ শুরু হয়েছিল। গোপালপুর, কনিষ্ক এলাকায় অন্তত ১৫০০ বাড়িতে এই পিএনজির ইতিমধ্যেই আসছে বলে খবর।
প্রতিটি বাড়িতে থাকবে গ্যাসের মিটার।গ্যাসের বিলেরও ব্যবস্থা থাকবে।গ্রাহকরা জানতে পারবেন কত টাকার গ্যাস ব্যবহার করলেন।গ্রাহকদের প্রথম ৭১১৮ টাকা জমা দিতে হবে,তার মধ্যে ৭০০০ টাকা ফেরত পাওয়া যাবে।এই গ্যাস এলপিজির থেকে ১৫ শতাংশ সস্তা হতে পারে।সেই সঙ্গেই পিএনজি সহজেই বাতাসের সঙ্গে মিশে যায়,ব্যবহার করা তুলনায় অনেকটাই নিরাপদ।
কেবলমাত্র দুর্গাপুরে অন্তত ২০,০০০ পিএনজি সংযোগ দিতে চান ভারত সরকার।২০২৫ সালে সংযোগ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে।এই গ্যাস কিছুটা সস্তা,বিপদের সম্ভাবনাও কম।সংযোগ ক্রমেই বাড়বে বলে মনে করা হচ্ছে।সিলিন্ডারের জন্য আপনাকে আর অপেক্ষা করতে হবে না। পাইপ লাইনে একেবারে বাড়ি পর্যন্ত চলে আসবে গ্যাস।