NEET পরীক্ষায় পাশ!গ্রেফতার ৪
NEET পরীক্ষায় ১০ লাখ ফেললেই পাশ!

নিট পরীক্ষায় ১০ লাখ টাকা দিলেই পাশ! দেশজুড়ে বিতর্ক,মিলল বড় র্যাকেটের খোঁজ।৪ জনকে গ্রেফতার করা হয়েছে কোচিং সেন্টারের মালিক সহ । ৭ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে এক অভিযুক্তের কাছ থেকে।ডাক্তারির পরীক্ষা ঘিরে ব্যাপক দুর্নীতি।গুজরাটের গোধরা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।পরশুরাম রায় নিট পরীক্ষায় পাশ করানোর র্যাকেটের মূল মাথা।
পরশুরাম,তুষার ভাট ইজন মিলেই নিট পরীক্ষায় দুর্নীতির চক্র চালাত।টাকা নিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে,উত্তরপত্র লিখে দেওয়া হত। মাথা পিছু ১০ লক্ষ টাকা করে ‘রেট’ ধার্য করা হয়েছিল।গোধরার জেলাশাসকের কাছেই প্রথম অভিযোগ আসে।তদন্ত শুরু করা হয় ডিস্ট্রিক এডুকেশন অফিসারের নেতৃত্ব ।শিক্ষক তুষার ভাটের গাড়ি থেকে ৭ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
আরিফ ভাহোরা নামক এক যুবকের মাধ্যমেই দুর্নীতির চক্র চালানো হত। পড়ুয়াদের কোচিং সেন্টারে ভর্তি করাত আরিফই ।আরিফ ২৬ জন নিট পরীক্ষার্থীর যাবতীয় ডিটেইলস পাঠিয়েছিল ।এদের সিট পড়েছিল তুষার ভাটের জয় জলরাম স্কুলেই।