২৭ শে সেপ্টেম্বর ভারত বনধকে সমর্থন করলো ব্যাঙ্ক ইউনিয়ন
২৭ সেপ্টেম্বর সংযুক্ত কিসান মোর্চার (SKM) ডাকা ভারত বন্ধে সমর্থন জানাল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AlBOC)।
সরকারকে দেওয়া নিজেদের স্মারকলিপিতে সংযুক্ত কিসান মোর্চার সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে এবং তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিল করার অনুরোধ জানিয়েছে ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন ।জানানো হয়েছে, এআইবিওসি -র সহযোগী সংগঠন এবং রাজ্য ইউনিট সোমবার সারা দেশে কৃষকদের প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানাবে।
২০১৮-১৯ সালের এনএসএস (NSS) রিপোর্ট উল্লেখ করে সংগঠন দাবি করেছে, সরকার বলছে ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু রিপোর্ট বলছে সেই স্বপ্ন অধরাই থেকে যেতে পারে। জমি, গৃহপালিত পশুসম্পদ এবং কৃষক পরিবারের অবস্থা মূল্যায়ন করে এ মাসের শুরুতেই ওই রিপোর্ট পেশ করে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস।
বলা হয়েছে, ২০১৩ সালে প্রতি কৃষক পরিবারের গড় বকেয়া ঋণ ছিল ৪৭ হাজার টাকা, ২০১৮ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ১২১ টাকায়।
অনেক বিরোধী রাজনৈতিক দল এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি কৃষকদের ভারত বন্ধে আহ্বানে সমর্থন জানিয়েছে। পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চন্নি এই বন্ধকে সমর্থন করেছেন। বিহার বিধানসভায় বিরোধী দলনেতা তেজস্বী যাদব ঘোষণা করেছেন, তিনি দেশব্যাপী ধর্মঘটে অংশ নেবেন।
আবার কেরলের ক্ষমতাসীন এলডিএফ জোট কৃষকদের ভারত বন্ধে সমর্থন প্রকাশ করেছে। তিরুঅনন্তপুরমে ক্ষমতাসীন দলীয় জোটের নেতাদের বৈঠকের পর এলডিএফ আহ্বায়ক এবং সিপিএম ভারপ্রাপ্ত সচিব এ বিজয়রাঘবন এই ঘোষণা করেছিলেন।
২৭ সেপ্টেম্বরের ভারত বন্ধকে সর্বাত্মক চেহারা দিতে ইতিমধ্যেই দেশ জুড়ে চলছে প্রচার। বলা হচ্ছে, কৃষক-শ্রমিকের স্বার্থে ওই দিন রাস্তায় বেরোবেন না। ট্রেন-বাস পরবিহণ সব বন্ধ থাকবে, হাটবাজার, দোকানপাট, শিল্প-কারখানা সবই বন্ধ থাকবে।