আধার কার্ডের পরিষেবা একেবারে হাতের মুঠোয় নিয়ে আনা হয়েছে । আধার কার্ড ডাউনলোড থেকে ঠিকানা পরিবর্তন – বাড়িতে বসেই মিলবে বিভিন্ন পরিষেবা। সেজন্য ‘এমআধার’ অ্যাপ বা mAadhaar অ্যাপে চালু করা হয়েছে। ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে, নিজের পকেটেই আধার কার্ড রাখার সুবিধা করে দেয় ‘এমআধার’ অ্যাপ। অর্থাত্ সেই অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় কাজ করা হবে। সঙ্গে করে আধার কার্ডের হার্ডকপি রাখতে হবে না। একনজরে দেখে নিন ‘এমআধার’ অ্যাপের মাধ্যমে কী কী সুবিধা মিলবে?
১) ডাউনলোড করা যাবে আধার। পুনরায় আধার কার্ডের কপি করতে দেওয়া যাবে। হারিয়ে যাওয়া আধার কার্ডও ডাউনলোড করা যাবে।
২) অফলাইন মোডেও আধার দেখতে বা দেখাতে পারবেন। যা পরিচয়পত্র দেখানোর সময় কাজে লাগবে।
৩) নথি দিয়ে বা নথি ছাড়া আধারের ঠিকানা আপডেট করা।
৪) একটি মোবাইলের পরিবারের সদস্যদের (সর্বাধিক পাঁচজন) আধার রেখে দেওয়া বা নিয়ন্ত্রণ করা।
৫) বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থাকে কাগজবিহীন ই-কেওয়াইসি বা কিআউ কোড দেওয়া।
৬) নিজের আধার বা বায়োমেট্রিক লক করে আধার কার্ড সুরক্ষিত রাখা।
৭) ভিআইডি জেনারেট করা বা পুনরুদ্ধার করা। যা আধার কার্ড সংক্রান্ত পরিষেবা পাওয়ার জন্য আধারের পরিবর্তে ব্যবহার করতে পারেন (যাঁরা নিজেদের আধারের তথ্য অন্যকে দিতে চান না বা যাঁরা নিজেদের আধার লক করে দিয়েছেন, তাঁদের জন্য)।
৮) অফলাইন মোডে আধার এসএমএস পরিষেবা ব্যবহার করা।
৯) আধারের জন্য নথিভুক্ত হওয়ার পর বা আধারের তথ্য আপডেটের পর সেই সংক্রান্ত তথ্য জানা যাবে।
১০) আধার সেবা কেন্দ্রে যাওয়ার জন্য সময় নির্ধারণ করা। অর্থাত্ অ্যাপয়েটমেন্ট নেওয়া।
১১) সফলভাবে আপডেট সম্পূর্ণ হলে নিজের আধার প্রোফাইলে সাম্প্রতিক তথ্য মিলবে।
১২) ইউআইডিএআই সাইট থেকে অনলাইনে আধার পরিষেবার জন্য এসএমএসের পরিবর্তে ওটিপি ব্যবহার করা যেতে পারে।
১৩) নিকটতম আধার নথিভুক্তির কেন্দ্র চিহ্নিত করা যাবে।
১৪) অ্যাপেই নিজেদের আধার কার্ড ডাউনলোড করে রাখতে পারবেন ‘এমআধার’ ব্যবহারকারীরা।
