ভাতার থানায় ব্যাংক কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক জেলা পুলিশ প্রশাসনের
পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেটের কাছে রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে কদিন আগে। তারপরই জেলা পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। আজ ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সৈকত মন্ডল তিনি পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকদের নিয়ে এবং ভাতার থানার সমস্ত ব্যাংক ম্যানেজারদের নিয়ে একটি বিশেষ বৈঠক করলেন ভাতার থানার সভাকক্ষে।
মূল লক্ষ্য ব্যাঙ্ক গুলিতে সিসি ক্যামেরা লাগাতে হবে। দেখা যাচ্ছে ভাতারের অধিকাংশ ব্যাংকের সামনে সিসি ক্যামেরা নেই ।সেই সমস্ত ব্যাংক ম্যানেজারদের কে ব্যাংকের সামনে সিসি ক্যামেরা লাগানোর অনুরোধ জানায় ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। মূলত ব্যাংক ম্যানেজারদেরকে সতর্ক করার জন্য বিশেষ এই বৈঠক ।